E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০২৪ জুলাই ০৪ ১৭:৫০:১৫
রাজবাড়ীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ভোক্তার বাজার তদারকি অভিযানে ডিমের আড়তসহ ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় পাংশা উপজেলার পৌর কাঁচা বাজারের একরামুল মুসলিম ডিমের আড়তকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে চার হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে পাংশা বাজারের নুর মোহাম্মদ স্টোরকে পাঁচশত টাকা, মেসার্স মল্লিক ভান্ডারকে পাঁচশত টাকা, জাকির স্টোর পাঁচশত টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, পাংশা উপজেলার পাংশা বাজার ও পৌর কাঁচা বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। উপজেলা প্রশাসন, জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সহযোগিতা করেন। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

(একে/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test