E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট

২০২৪ জুলাই ০৪ ১৭:৪৬:৩৩
মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাইক্রোবাস, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

উপজেলা নহাটা ইউনিয়নে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে নহাটা ইউপির চাকুলিয়া গ্রামে স্থানীয় চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ সমার্থক ও প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সমর্থক বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ খালিদ হোসেন টোকনের সমর্থিতদের মধ্যে চাকুলিয়া গ্রামে ঘটনার দিন সন্ধ্যারাতে উভয় পক্ষের ২ জন ব্যক্তির মধ্যে একটি চায়ের দোকানে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এই ঘটনা ছড়িয়ে পড়লে নহাটা ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থিতরা সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খালিদ হোসেন টোকনের সমর্থিতদের উপর হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বসতবাড়ি, দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১১টি দোকানঘর এবং ৩০টির উর্ধ্বে বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট ঘটনা ঘটে। ইউপি সদস্য মোঃ খালিদ হোসেন টোকনের চাকুলিয়া ভাটার মোড়ে অবস্থিত ব্যক্তিগত অফিস, পাশে তার বসত বাড়িত তার ভাই খোকনের ১টি মাইক্রোবাস, ১টি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

আহতরা হচ্ছে ইমন শেখ(১৬), এইচএসসি পরীক্ষার্থী মোছাঃ অন্তরা (১৭),আজিজুল মোল্লা (১৫), মোঃ কুদ্দুস শেখ (৭৪) মিনহাজ (১৭),পলাশ মোল্লা (২৫), আহতদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ জানতে পেয়ে আমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে সক্ষম হই।এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপরাধে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই অর্জুন কুমার দাস বাদী হয়ে এজাহার নামীয় ১১১ জন ও অজ্ঞাতনামা আরো ১৫০ জনের নামে মামলা করেছেন।

(বিএস/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test