E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভূমিদস্যুতার কবল থেকে খাস জমি উদ্ধার করলেন সদরের এসিল্যান্ড

২০২৪ জুলাই ০৪ ১৩:৫২:৩৭
ভূমিদস্যুতার কবল থেকে খাস জমি উদ্ধার করলেন সদরের এসিল্যান্ড

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ৩ জুলাই বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ আমলাপাড়া শতাব্দীর প্রাচীনতম শেরপুকুরের ২৫ শতাংশ ভূমি দখল মুক্ত করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান রনি।

শিগগিরই শুরু হবে খনন কাজ। ১৪ বছরে কৌশলে ভরাট করা হয়েছিলো ঐতিহ্যবাহী বিশাল পুকুরটি। নগরীতে দখল হয়ে যাওয়া বিভিন্ন পুকুর ও সরকারি জমি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছে নাগরিক সমাজ। অন্যদিকে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

আমলাপাড়া শের পুকুর দখলমুক্ত হওয়ার ঘটনাটি পাটা-শিলের ঘষাঘষি মরিচের অবস্থা শেষের মতো। একই ওয়ার্ডে অবসরপ্রাপ্ত নারী শিক্ষকের বাড়ি দখলমুক্ত করার মধ্য দিয়ে শুরু হয়েছে “দখলমুক্ত কাণ্ড”।

সূত্র মতে, গত ২০ বছরে নগরীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দখল হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা মূল্যের সরকারি (খাস ও সিটি কর্পোরেশনের) জমি। দেখার যেন কেউ নেই?

ময়মনসিংহের শীর্ষ ভূমিদস্যু জেলা প্রশাসন থেকে শর্তসাপেক্ষে পুকুরটি লীজ নিয়ে ভরাট করে ভবন নির্মাণের পাঁয়তারা চালাচ্ছিলেন। চক্রটি কৌশলে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নগরীতে আরো কয়েকটি সরকারি জমি দখল করে নিয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে এ্যাসিল্যান্ড আসাদুজ্জামান রনি দখলে রাখা খাস জমি উদ্ধার করলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে গত ৩ জুলাই ময়মনসিংহের এ্যাসিল্যান্ড আসাদুজ্জামান রনি আমলাপাড়ার দখলে রাখা একটি খাস জমি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে ওইদিন দুপুর থেকেই এ্যাসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান রনি আমলাপাড়ায় উল্লেখিত খাসজমিটি উদ্ধারে মাঠে নামেন। এসময় এ্যাসিল্যান্ডের সাথে ছিলেন পৌর ভুমি সহকারী সিরাজুল ইসলাম, এসিল্যান্ড অফিসের প্রধান করনিক ফারুক, এবং অন্যান্য কর্মকর্তা এবং কোতয়ালী থানার অফিসার পুলিশসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য উদ্ধারকৃত খাস জমিটির পরিমান ছিলো ০. ২৫ একর। যার দাগ নম্বর ৩১.৭৯/৩৫.০২ খতিয়ান ১ ও জে এল নং ৭৯। এই খাস জমিটির মূল্য প্রায় ৪৭ কোটি টাকা। দেখা গেছে খাস জমিটি একটি পুকুর ছিল। পরবর্তীতে ধূর্ত দখলকৃত ব্যক্তি পুকুরে ভরাট করে বাগান সাজিয়েছিলো।

এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান রনি জানান ময়মনসিংহে খাস জমি উদ্ধারে এখন থেকে অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহের এসি ল্যান্ড মোঃ আসাদুজ্জামান রনি একজন কর্মঠ ও প্রতিশ্রুতিশীল দক্ষ অফিসার। তার মাধ্যমেই ময়মনসিংহ শহরে সকল দখলকৃত সরকারি খাস জমি উদ্ধার সম্ভবপর হবে বলে মনে করেন সচেতন ময়মনসিংহবাসি।

(এনআরকে/এএস/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test