E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জামালপুরে অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৪ জুলাই ০৪ ১৩:৪৯:৪৮
জামালপুরে অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাময়িক বহিস্কৃত অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে কলেজের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাইমুর রহমান তামিম, ইয়াসমিন আরাফাত শাফিন, মির্জা স্বাধীন, আল হাদী ইসলাম হিমেল ও পরশ।

শিক্ষার্থীরা বলেন, 'আমাদের অধ্যক্ষ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি কুচক্রীমহল তাঁর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছে। আমরা চাই তিনি তাঁর কর্মস্থলে ফিরে এসে পুনরায় দায়িত্ব পালন করুক।'

তারা আরও বলেন, 'আমরা জেনেছি এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে যে ভুল বোঝাবুঝি ছিল তা সমাধান হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিচ্ছে। তাই আমাদের সবার প্রাণপ্রিয় স্যারের বিরুদ্ধে সাময়িক অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানাচ্ছি।'

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের সহ-সভাপতি জুলফুক্কার রহমান শাহীন বলেন, 'অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগমি ৬ জুলাই এ বিষয়ে প্রতিষ্ঠানে জেনারেল সভা আহবান করা হয়েছে। ওই সভায় অধ্যক্ষ উপস্থিত থেকে সঠিক জবাব দিলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।'

এ প্রসঙ্গে অব্যাহতি পাওয়া অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম বলেন, পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে একটু সমস্যা হয়েছিল তা সমাধানও করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হেয়প্রতিপন্ন করে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আমি অপমানিত হয়েছি।'

(আরআর/এএস/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test