E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লক্ষীপাশা চৌরাস্তা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

২০২৪ জুলাই ০৩ ২০:৩৩:১৫
লক্ষীপাশা চৌরাস্তা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে  প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছে।

বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদকল্পে মাইকিং করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা তাদের স্ব স্ব স্থাপনা সরিয়ে নেন।

এ বিষয়ে চায়ের দোকানদার ঝন্টু খান বলেন, ' আমার পরিবারে ৯ জন সদস্য, ঋণ করে মহাসড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম, প্রশাসন আমার চায়ের দোকানটি ভেঙ্গে দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি'।

মুরগী ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, 'মহাসড়কের পাশে খাঁচা বানিয়ে মুরগীর ব্যবসা করে আসছিলাম, হঠাৎ করে প্রশাসন দোকানটি ভেঙে দেওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল।

কাঁচামাল ব্যবসায়ী নাঈম বলেন, 'ফুটপাতে বসে কাঁচা মালের ব্যবসা করছিলাম, পৌর কর্তৃপক্ষ অবৈধ স্হাপনা উচ্ছেদ করায় আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবন এলাকা। বিভিন্ন সময়ে লক্ষীপাশা চৌরাস্তা এলাকার মহাসড়কের উপর দুর্ঘটনা ঘটে থাকে। মহাসড়কটি প্রশস্থ করার উদ্দেশ্যে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

(আরএম/এএস/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test