E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ৭ পিস সোনার বার জব্দ

২০২৪ জুলাই ০৩ ১৯:৫০:১৪
সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ৭ পিস সোনার বার জব্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আজ বুধবার সকাল ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাত পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক জানান, ভারতে পাচারের জন্য একজন পাচারকারি বিপুল পরিমান সোনা নিয়ে বৈকারী সীমান্তের দিকে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বৈকারী বিজিবি ক্যাম্পের নায়ের সুবেদার শামীম আলমের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা বুধবার সকাল ৯টার দিকে সীমান্তের ৭/১৫ নং পিলার থেকে ২ কিলোমিটার ভিতরে পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় সীমান্তগামি এক মোটর সাইকেল চালককে থামতে বললে তিনি গাড়ি ফেলে পালিয়ে যান। এ সময় গাড়িতে রাখা একটি ব্যাগে পলিথিনে মোড়ানো সাত পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৮১৮ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা। উদ্ধার হওয়া পুরাতন মটর সাইকেলের দাম ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত সোনার বার ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test