E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ব্যক্তি শত্রুতায় কাটা পড়লো ডিস ও ইন্টারনেট সংযোগ

২০২৪ জুলাই ০৩ ১৯:২৫:১৭
ব্যক্তি শত্রুতায় কাটা পড়লো ডিস ও ইন্টারনেট সংযোগ

শেখ ইমন, ঝিনাইদহ : পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর ডিস ও ইন্টারনেট সংযোগের অন্তত ৩ কিলোমিটার তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার রাত ১১ টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইমরান মিয়া বাবু উপজেলার কাজিপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও স্থানীয় কাচেরকোল ইউনিয়নের সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঁচেরকোল ইউনিয়নের সদস্য ইমরান মিয়া বাবু দীর্ঘদিন ধরে স্থানীয় কচুয়া বাজারে ডিস লাইন ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করে আসছেন। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সর্মথন করেছিলেন। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা বিজয়ী হন। তারপর থেকে মোস্তফা আরিফ রেজার অনুসারি রুহের মুন্সি, তানজিত মোল্লা, তরিকুল মোল্লাসহ কয়েকজন বাবুকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। পরে সোমবার রাত ১১টার দিকে ডিস ও ইন্টারনেট সংযোগের লাইন কেটে রাস্তায় ফেলে যায়।

ইমরান মিয়া বাবু বলেন, উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজার অনুসারী রুহের মুন্সি, তানজিত মোল্লা, তরিকুল মোল্লারা আমাকে নিয়মিত হুমকি প্রদান করে যাচ্ছে। বিভিন্ন সময় মোটা অংকের টাকা দাবি করে তারা। আমি দিতে আস্বীকার করলে সোমবার রাতে ক্যাবল ও ইন্টারনেট সংযোগের ৩ থেকে ৪ কিলোমিটার তার কেটে ফেলে রেখে যায়। এতে আমার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগের ব্যাপারে অভিযুক্তরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআই/এসপি/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test