E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর স্মার্ট উপহারের ল্যাপটপ পেলেন প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ নারী

২০২৪ জুলাই ০৩ ১৯:০১:২৩
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর স্মার্ট উপহারের ল্যাপটপ পেলেন প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ নারী

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মার্ট উপহারের ল্যাপটপ প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে হার পাওয়ার প্রকল্পের আওতায় আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুম বজ্রকন্ঠে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আযোজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ের সহকারি প্রোগ্রামার হীরক শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

ইউএনও মোঃ মঈনুল হক বলেন, দেশের অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছে নারী উদ্যোক্তারা। তাই প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রধানমন্ত্রীর স্মার্ট উপহারের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এতে তারা প্রযুক্তির সহায়তায় স্বাবলম্বী হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

(টিবি/এসপি/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test