E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য গামবুট বিতরণ 

২০২৪ জুলাই ০৩ ১৮:৫২:৫৮
সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য গামবুট বিতরণ 

মাদারীপুর প্রতিনিধি : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) স্থানীয়করণে জলবায়ু সম্পৃক্ত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিঘাত সহনশীলতা ও অভিযোজন-সক্ষমতা বৃদ্ধিকল্পে সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য গামবুট বিতরণ করা হয়।

বুধবার (৩ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বর্ষা মৌসুমে রাসেল ভাইপারসহ অন্যান্য সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য এই গামবুট বিতরণ করা হয়েছে।

দুপুরে কর্মকর্তারা প্রথমে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার ধান ক্ষেতের মধ্যে এবং পরে একই উপজেলার কুলপদ্বি ধান ক্ষেতে গিয়ে গামবুট বিতরণ করেন। এতে ওইসব এলাকার কৃষকরা উপকৃত হয়েছেন বলে জানান প্রান্তিক চাষি কালাম মাদবর, মোসলেম সরদারসহ উপকারভোগীরা।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রাণী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

(এএসএ/এসপি/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test