E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নগরকান্দায় কৃষক সমাবেশে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

২০২৪ জুলাই ০৩ ১৭:০৯:৪৯
নগরকান্দায় কৃষক সমাবেশে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২/২০২৪-২৫ মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নগরকান্দা উপজেলা চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল, নগরকান্দা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক লীগের উপজেলা সভাপতি মোঃ জিন্না সরদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফা খান, চেয়ারম্যান বাবু ফকির উপস্ঞিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার কৃষিবিদ তিলক কুমার ঘোষ।

কৃষি অফিসার তিলক কুমার ঘোষ বলেন, উপজেলার ১১শত প্রান্তিক চাষীদের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ব্রী ধান ৮৭-৭৫,বিনা ধান -১৭ সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের বীজের সাথে ১০ কেজি ডি,এফ,পি, ১০ কেজি এম, ও, পি সার বিতরণ করা হয়েছে।

(পিবি/এসপি/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test