E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহর ১০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

২০২৪ জুলাই ০২ ২০:৪৩:২২
চাটমোহর ১০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন ডিকসির বিলে ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ১৮০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপার চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

(এসএইচএম/এএস/জুলাই ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test