E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০২৪ জুলাই ০২ ২০:১১:৩৭
রাজবাড়ীতে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে মোতালেব ওরফে তালেব (৪০) কে অণ্ডকোষ কেটে গড়াই নদীতে ভাসিয়ে দেওয়ার অপরাধে ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, আরেকটি ধারায় ৭ বৎসরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ২জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেল ৫টার সময় রাজবাড়ী জেলা সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, আরেকটি ধারায় ৭ বৎসরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলো, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মৃত নেপাল বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস , হাটবাড়ীয়া গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস , নিখিল বিশ্বাসের ছেলে বলরাম ওরফে বলাই বিশ্বাস , মৃত কুমারেশ মন্ডলের ছেলে সঞ্জিত মন্ডল। এদের মধ্যে বলরাম ওরফে বলাই বিশ্বাস ও সঞ্জিত মন্ডল পলাতক রয়েছে।

এসময় অনুপ বিশ্বাস ও শুভ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগের দায় হতে বেকসুর খালাস প্রদান করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ এপ্রিল বিকেল ৪টার সময় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীতে মোতালেব ওরফে তালেব (৪০) লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে অণ্ডকোষ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের ভাই মোঃ রমজান আলী শেখ বাদী হয়ে ওইদিনই কালুখালী থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, এ হত্যাকান্ডটি লোমহর্ষক। অণ্ডকোষ কেটে হত্যার পর লাশ গড়াই নদীতে ভাসিয়ে দেয়। এ মামলায় ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২জনকে বেকসুর খালাস দিয়েছে। রায়ে আমরা সন্তোষ্ট।

(একে/এএস/জুলাই ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test