E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফেসবুকে পুলিশসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আইডি খুলে প্রতারণা, যুবক আটক 

২০২৪ জুলাই ০১ ১৯:১১:০১
ফেসবুকে পুলিশসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আইডি খুলে প্রতারণা, যুবক আটক 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক পেজ ও আইডি খুলে প্রতারণার অভিযোগে রবিউল ইসলাম রবি নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই যুবক এইএব ভুয়া আইডি'র মাধ্যমে বিভিন্ন এতিমভখানা ও মাদ্রাসার নামে কোরআন শরীফ, কার্পেট চেয়ে প্রতারণা করে আসছিল।

সোমবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর কোতোয়ালী থানায় সদর সার্কেল কার্যালয়ে এনিয়ে প্রেস ব্রিফিং করেছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকর্মীদের এএসপি শেখ জিন্নাহ আল মামুন জানান,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিবার সন্ধায় দিনাজপুর শহরের বড়বন্দর যোগেনবাবুর মাঠ এলাকা থেকে এই প্রতারককে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত প্রতারক যুবক রবিউল ইসলাম রবি (২৫) দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

এএসপি জিন্নাহ আরও জানান, এই প্রতারক জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিম খানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে পোষ্ট করেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবির একটি টিম নজরদারিতে রাখেন। পরে আসামি সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশ সহ বিভিন্ন নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৫ টি আইডি লগিং অবস্থায় পাওয়া যায়। দিনাজপুরের বিশিষ্ট জনসহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারনা করেছে। এর সাথে আরো কেউ জড়িত কি না সে বিষয়ে তদন্ত চলছে। যদি কেউ জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিং এ ডিবির ওসি সোহেল রানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতারক রবির বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসএস/এসপি/জুলাই ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test