E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলো প্রকৌশলী

২০২৪ জুলাই ০১ ১৯:০২:২৯
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলো প্রকৌশলী

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলামের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ ওজোপাডিকো কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলামের কার্যালয়ে যান সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। সে সময় নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম ক্ষুব্ধ হয়ে সোহাগের ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তাকে রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখে। এরপর জেলার কর্মরত সাংবাদিকরা ওজোপাডিকোতে গিয়ে সোহাগকে উদ্ধার করে।

এদিকে সময় টিভির জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(এসআই/এসপি/জুলাই ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test