E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

২০২৪ জুলাই ০১ ১৮:৪৭:২৩
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

একে আজাদ, রাজবাড়ী : “বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এ স্লোগানকে সামনে রেখে বৈষম্য দুরীকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীতে মানবন্ধন কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা সদরের বাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।

মানববন্ধন কর্মসুচিতে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার জিএম মুহাম্মদ নিফাজ উদ্দিন মল্লিক, এজিএম মোঃ আব্দুল বাছেদ, আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকুরি থেকে ছাটাই করা হয়। কোন বোনাস দেওয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই। নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে বঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রনয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দুরীকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবীতে আন্দোলনে নেমেছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন।

(একে/এসপি/জুলাই ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test