E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে বজ্রপাতে ৩ জন নিহত

২০২৪ জুলাই ০১ ১৮:১৮:০৯
নড়াইলে বজ্রপাতে ৩ জন নিহত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।

রবিবার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা বিলে কাজ করতে যাওয়ার সময় আহতকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

বজ্রপাতে নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলও একই এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রতন মণ্ডল, মিল্টন রায়, নন্দ ঢালী ও চিত্ত মণ্ডল মাঠে শূকর চরান। প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। সেখানে তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন তারা। গত রবিবার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন মারা যান। এ সময় আহত হন ১জন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় জানা যায়, চিত্ত মণ্ডল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন। আজ রবিবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

কলোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(আরএম/এসপি/জুলাই ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test