E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে রিক্সায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

২০২৪ জুন ৩০ ২১:২৭:০৫
রাজবাড়ীতে রিক্সায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে রিক্সায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে সড়কে পড়ে ৮ মাসের উম্মে রাইসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুর মা শিলা আক্তার। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলার পৌর শহরের এবাদ আলী মিস্ত্রি পাড়ায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা থাই মিস্ত্রি রাজু সরদারের স্ত্রী শিলা আক্তার গত বৃহস্পতিবার বেড়াতে যান পৌর শহরের একই ওয়ার্ড মসজিদ পাড়ার বাবা আমির আলীর বাড়িতে। সঙ্গে নিয়ে যান ৮ মাস বয়সী কোলের দুধের শিশু উম্মে রাইসাকে। বেড়ানো শেষে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রিকসায় করে স্বামীর বাড়ি ফিরছিলেন শিলা। স্বামীর বাড়ি থেকে মাত্র ২০ গজ দূরে স্থানীয় একটি কাঠ চেড়াইয়ের স’মিলের কাছে পৌঁছামাত্র পড়নের বোরকা রিক্সার চাকায় পেঁচিয়ে যায়। মুহুর্তের মধ্যে রিক্সা থেকে শিলা পাকা সড়কের ওপর পড়ে যায়। আর কোলে থাকা দুধের শিশু উম্মে রাইসা ছিটকে পড়ে অদূরে। স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যান গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

রাজু সরদারের বড় বোন পৌরসভার স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভীনের ও বড় ভাই ফারুক সরদার বলেন, গুরুতর জখম অবস্থায় ছোট ভাই রাজুর স্ত্রী শিলা আক্তার ও ভাতিজি উম্মে রাইসাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক উম্মে রাইসাকে মৃত ঘোষণা করেন। রক্তাক্ত অবস্থায় মা শিলা আক্তারকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তারা আরো বলেন, ছোট ভাইয়ের স্ত্রী শিলা আক্তারের মাথা, কোমড় ও পায়ে রক্তাক্ত জখম হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করলে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার কপালে ও হাঁটুতে গভীর ক্ষত হওয়ায় জরুরি ভাবে বেশ কয়েকটি সেলাই দিতে বলেছেন। কোলের দুধের শিশু সন্তানের মৃত্যুর খবর পাওয়ায় তাকে হাসপাতালে ধরে রাখতে পারিনি। বাধ্য হয়ে রাত ৯টার দিকে নিয়ে আসি। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

(একে/এএস/জুন ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test