E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘মাদক জুয়া ও গরু চুরি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে হবে’

২০২৪ জুন ৩০ ১৯:৫২:০৩
‘মাদক জুয়া ও গরু চুরি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে হবে’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা বলেছেন, জনগণ তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে উপজেলা পরিষদে পাঠিয়েছেন। জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাসহ সকলকে নিয়ে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চাই।

তিনি বলেন, মাদক, জুয়া ও গরু চুরি ও অন্যান্য চুরি প্রতিরোধে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কিন্তু এর মধ্যে যদি একজন কৃষকের দুটি বা চারটি গরু চুরি হয়ে যায় তবে ওই কৃষকের সর্বনাশ হয়। তার মাথায় হাত পরে। তাছাড়া একজন মাদক সেবীর বা ব্যবসায়ির কারণে গোটা পরিবার ধ্বংস হয়ে যায়। জুয়া খেলায় মত্ত হয়ে সর্বস্ব হারিয়ে পেলে জুয়া খেলায় আসক্ত লোকেরা।

তিনি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক পিপিএমকে উদ্দেশ্য করে বলেন, মাদক জুয়া ও গরু চুরি প্রতিরোধে আরও আন্তরিক ভাবে কাজ করতে হবে। এ ব্যপারে আমাদের কোন এসব অপরাধের সাথে জড়িতদের ধরতে গেলে আমাদের কোন সুপারিশ থাকবে না।

আজ রবিবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের প্রথম দিনই এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক পিপিএম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সান্দিকোনা ইউপি চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুল ইসলাম ও কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/জুন ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test