E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা

২০২৪ জুন ৩০ ১৯:৪৭:৩১
কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নতুন কোন করারোপ ছাড়াই কেন্দুয়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। আজ রবিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা। 

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ধার্য করা হয়েছে ২৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ১৯৩.৫৯ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ২৭ লাখ ২ হাজার ৮০৪ টাকা। এতে স্থিতি থাকবে ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৩৮৯.৫৯ টাকা।

পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, পুরো বাজেটের মধ্যে উন্নয়ন সহায়তা তহবিল (সাধারণ + বিশেষ) আয় ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৩৩৩.৯৬ টাকা এবং ব্যয় ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৬৬৭ টাকা এবং স্থিতি ১ লাখ ৯ হাজার ৬৬৬.৯৬ টাকা। মূলধন আয় ২ কোটি ৪১ লাখ ১১ হাজার ১৬৯ টাকা এবং ব্যয় ৪২ লাখ টাকা। এতে স্থিতি ১ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১৬৯ টাকা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটওউচ-২) আয় ৬৬ লাখ ৪৫ হাজার ৮৩ টাকা। ব্যয় ৬৬ লাখ ৪৫ হাজার ৮৩ টাকা। স্থিতি ০০। বিসিসিটিএফ (জলবায়ু তহবিল) আয় ৫ কোটি। ব্যয় ৫ কোটি। স্থিতি ০০। সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট (ঈজউচ-৩) আয় ১২ কোটি। ব্যয় ১২ কোটি। কোভিড-১৯ (খএঈজজচ) আয় ২ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৭৬৩ টাকা এবং ব্যয় ২ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৭৬৩ টাকা। স্থিতি ০০।

বাজেট অধিবেশনের সভাপতি কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা বলেন, এই বাজেট পৌরবাসীর কল্যাণে ব্যয়িত হবে। এতে কাউন্সিলর, কর্মকর্তা ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরবাসীকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহব্বান জানান। বাজেট অধিবেশনে পৌর কাউন্সিলর, পৌর পরিষদের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/জুন ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test