E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করলেন প্রথম নারী মেয়র তাহসিন বাহার

২০২৪ জুন ৩০ ১৯:২২:২৯
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করলেন প্রথম নারী মেয়র তাহসিন বাহার

আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : উন্নয়ন অনুদান ও নিজস্ব আয়ের ওপর ভর করে এক হাজার ৪৪ কোটি টাকার বাজেট দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা আর উন্নয়ন অনুদান থেকে আসবে ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। প্রারম্ভিক তহবিল দেখানো হয়েছে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকা।

আজ রবিবার দুপুরে নগরের ভবনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র ডাক্তার তাহসান বাহার সূচনা। পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোঃ মাসুদুর রহমান।

এ সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, মোঃ মঞ্জুর কাদের মনি, কাউছারা বেগম সুমিসহ ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিরসনসহ বাজেটে উন্নয়নখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন, পানি সরবরাহ, বৃক্ষরোপনসহ সব খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বরাদ্ব বৃদ্ধি পেয়েছে বেতন-ভাতা খাতেও।

উন্নয়ন অনুদানের উপর নির্ভরতা: কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তাহসিন বাহার সূচনা দায়িত্ব গ্রহন করেন প্রায় তিন মাস হয়েছে। এটি তাঁর প্রথম বাজেট। এর আগের মেয়র প্রয়াত আরফানুল হক রিফাতের বাজেট ছিলো ৭১৮ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকা। গেল বারের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে। গেল বারের মত এবারও বাজেট উন্নয়ন অনুদানের উপর নির্ভরশীল। ২০২৪-২৫ অর্থবছরে এক হাজার ৪৪ কোটি টাকার বাজেটে উন্নয়ন অনুদান ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। সবচেয়ে বেশি ব্যয় উন্নয়ন খাতেঃ বর্তমান মেয়রের প্রথম বাজেটে সবচেয়ে বেশি ব্যয়ের খাত হচ্ছে উন্নয়ন খাতে। এতে ব্যয় হবে ৯৬৮ কোটি এক লাখ ২৫ হাজার টাকা।

(এএএম/এসপি/জুন ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test