E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

প্রাণিসম্পদে চাকরি সরকারিকরণের কথা বলে ৫ কোটি টাকা আত্মসাত

২০২৪ জুন ৩০ ১৯:০৪:০০
প্রাণিসম্পদে চাকরি সরকারিকরণের কথা বলে ৫ কোটি টাকা আত্মসাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রাণিসম্পদে চাকরি সরকারিকরণের কথা বলে সাধারণ এআই টেকনিশিয়ানদের কাছ থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির শীর্ষ চার নেতা। ঢাকা ডিভিশনের মাসিক চাঁদা বাবদ সাধারণ এ আই টেকনিশিয়ানদের কাছে থেকে প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকার হিসাব না দিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রে মাসিক চাঁদার হিসাব চাওয়া তে সাধারন এ আই টেকনিশিয়ানদের কমিটি থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় নেতারা। 

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাণিসম্পদে সরকারি চাকরি করণের কথা বলে প্রায় এক হাজার এ আই টেকনিশিয়ানের কাছ থেকে জন প্রতি ৩০,০০০ হাজার টাকা থেকে শুরু করে ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। তবে, এতো বছর পার হয়ে গেলেও এই এক হাজার এ আই টেকনিশিয়ানদের মধ্যে এখনও কেউ সরকারি চাকরিকরণে অন্তভুক্ত হননি। এই এক হাজার এ আই টেকনিশিয়ানদের মধ্যে ইতিমধ্যেই অনেকেই মারা গেছেন তবে,মারা যাওয়া এ আই টেকনিশিয়ানদের পরিবাররা এখনও তাদের চাকরিকরণের জন্য দেওয়া টাকা ফেরত পাননি।

খোঁজ নিয়ে জানা যায়, রিকন ফার্মাসীটিক্যাল এর সত্ত্বাধিকারী মিজানুর রহমান নামক এক ব্যক্তিকে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উপদেষ্টা বানিয়ে এই কমিটি পরিচালনা করছেন তারা। তবে, অনুসন্ধান বলছে কোন ব্যক্তি যদি এ আই টেকনিশিয়ান কমিটির উপদেষ্টা বা সদস্য হতে হলে চায় তাহলে তাকে হতে হবে প্রাণিসম্পদ কর্মকর্তা বা এ আই টেকনেশিয়ান। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মিজানুর রহমান উপদেষ্টা হলো কি করে?

এদিকে, ঢাকা ডিভিশনের এ আই টেকনিশিয়ানদের কাছ থেকে প্রতি মাসে কেন্দ্রীয় কমিটির সার্থে প্রতি এ আই টেকনিশিয়ানের কাছে থেকে ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন এ আই টেকনিশিয়ানরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই চাঁদার হিসাব চাওয়াতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বাতিল ঘষোণা করেন কেন্দ্রীয় নেতারা।

গত ২৯ শে জুন সদ্য বাতিল হওয়া নারায়ণগঞ্জ জেলা কমিটির সকল সদস্য সহ সাধারণ এ আই টেকনিশিয়ানরা ঢাকা রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউডের সামনে এই সকল ব্যাপারে মানবন্ধন করেন। মাবনবন্ধে নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা বলেন,আমরা আমাদের দেওয়া চাঁদার হিসাব চাই এবং আমাদের কমিটি বালিতের নির্দিষ্ট কারন জানতে চাই অন্যথায় আমরা আমাদের এমন কার্যক্রম অব্যবাহত রাখবো।

এ বিষয়ে বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতির মহাসচিব মাহাতাব উপরক্ত সকল ঘটনা মিথ্যা ও বানানোয়াট। আমরা এই সকল ঘটনার কোন কিছুই অবগত নই বলে জানান সাংবাদিকে।

(এস/এসপি/জুন ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test