E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভাইরাল নোটিশে অধ্যক্ষের দুঃখ প্রকাশ

২০২৪ জুন ৩০ ০০:০৬:৩৩
ভাইরাল নোটিশে অধ্যক্ষের দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দু‌র্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টাঙ্গাইলে এইচ‌এস‌সি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী‌দের মোমবা‌তি ও দেশলাই নি‌য়ে আসার নি‌র্দেশ দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নোটিশের জন্য দুঃখ প্রকাশ করছেন টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ‌্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম।

রবিবার (৩০ জুন) থে‌কে সারা‌দে‌শে এক‌যো‌গে এইচএস‌সি ও সমমানের পরীক্ষা শুরু হ‌চ্ছে। মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ কেন্দ্রে প্রায় ১২০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ কর‌বে।

এদি‌কে ক‌লেজ কর্তৃপ‌ক্ষের এমন নো‌টি‌শ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হয়েছে। নে‌টি‌জেনরা এ নিয়ে বি‌ভিন্ন ধর‌নের মন্তব‌্য কর‌ছেন। প‌রে নো‌টিশ‌টি ক‌লেজ কর্তৃপক্ষ তা‌দের ফেসবুক পেজ থে‌কে ডি‌লিট করে দিয়ে পরবর্তীতে উক্ত পেইজ থেকে পূর্ববর্তী নোটিশের ব্যাপারে দুঃখ প্রকাশ করে আর একটি নোটিশ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। নোটিশে দূঃখ প্রকাশ করে উল্লেখ করা হয় -'বিরুপ আবহাওয়ার সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।

ক‌লে‌জের প্রথম নো‌টি‌শে বলা হয়ে‌ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় পরী‌ক্ষার্থী‌ সকলকে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। নো‌টিশ প্রস্তুত ক‌রেন সা‌জিয়া আফ‌রিন নামে ক‌লে‌জের এক ক‌ম্পিউটার অপা‌রেটর।

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম ব‌লেন, স‌ন্তোষ মাওলানা ভাসানী ক‌লে‌জের অধ‌্যক্ষের পরাম‌র্শে নো‌টিশ‌টি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সে‌টি ফেসবু‌কে ভ‌াইরাল হওয়ার পর ডি‌লিট করা হ‌য়ে‌ছে। ত‌বে দু‌র্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কার কার‌ণে ওই ক‌লেজ কর্তৃপক্ষও একই নো‌টিশ জা‌রি ক‌রে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, পরীক্ষা শুরুর দিন থে‌কে টানা সপ্তাহখ‌া‌নেক দু‌র্যোগপূর্ণ আবহাওয়া থাক‌বে এমন শঙ্কায় পরীক্ষা‌র্থী‌দের এক‌টি মোম‌বা‌তি ও দেশলাই আন‌তে বলা হ‌য়ে‌ছিল। ক‌লে‌জে জেনা‌রেট‌রের ব‌্যবস্থা নেই। ‌বিদ‌্যুৎ চ‌লে গে‌লে সমস‌্যার সৃ‌ষ্টি হ‌বে। এছাড়া ১২০০ শিক্ষার্থীর জন‌্য এত মোম জোগাড় করা সম্ভব না। একজন শিক্ষ‌কের পরাম‌র্শে নো‌টিশ‌টি দি‌য়ে বিব্রত হ‌য়ে‌ছি। পরবর্তীতে কলেজের পেইজে পুনরায় এ অনাকাঙ্ক্ষিত নোটিশের জন্য দূঃখ প্রকাশ করা হয়েছে এবং বিরুপ আবহাওয়ার সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য,শ‌নিবার (২৯ জুন) টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ‌্যক্ষ মোহাম্মদ আমিনুল স্বাক্ষরিত এমন নোটিশ ক‌লেজের ফেসবুকে পেজে পোস্ট করা হয়। পরবর্তীতে সে‌টি ফেসবু‌কে ভ‌াইরাল হওয়ার পর ডি‌লিট করা হ‌য়ে‌ছে।

(এসএএম/এএস/জুন ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test