E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

১০ বছরে টাঙ্গাইল জেলায় জনসংখ্যা বেড়েছে সাড়ে ৪ লাখ

২০২৪ জুন ২৯ ১৬:০৩:৫৫
১০ বছরে টাঙ্গাইল জেলায় জনসংখ্যা বেড়েছে সাড়ে ৪ লাখ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলায় গত ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ২৫ হাজার ২৫ জন। বিগত ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল ৩৬ লাখ ৫ হাজার ৮৩ জন। সর্বশেষ ২০২২ সালের শুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জন। টাঙ্গাইলে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জনের মধ্যে নারী ২০ লাখ ৯১ হাজার ৪৯০ এবং পুরুষ ১৯ লাখ ৪৫ হাজার ৮২৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৬৪ বেশি। এছাড়া ২৯২ জন জন তৃতীয় লিঙ্গের(হিজরা) মানুষ রয়েছেন।

জেলায় মুসলিম জনসংখ্যা ৩৭ লাখ ৬২ হাজার ৮২২ জন। হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা দুই লাখ ৫৭ হাজার ৩৫১ জন। খ্রিস্টান ১৫ হাজার ১৯১ জন, বৌদ্ধ ২৬৪ জন এবং অন্যান্য ধর্মের লোক রয়েছে এক হাজার ৯৮০ জন।

সূত্রমতে, টাঙ্গাইল সদর উপজেলার জনসংখ্যা ৬ লাখ ১ হাজার ২২৭ জন- যা জেলার উপজেলাগুলোর মোট জনসংখ্যার মধ্যে বেশি। ধনবাড়ীতে এক লাখ ৮৯ হাজার ১২৯ জন- যা জেলার উপজেলাগুলোর মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে কম।

বাসাইল উপজেলায় মোট জনসংখ্যা এক লাখ ৮৮ হাজার ৯৩৬ জন, ভূঞাপুরে দুই লাখ ১৭ হাজার ৩২৭ জন, দেলদুয়ারে দুই লাখ ১৮ হাজার ৭৪৫ জন, ঘাটাইলে ৪ লাখ ৪৮ হাজার ৭৪২ জন, গোপালপুরে দুই লাখ ৭০ হাজার ৩৩৩ জন, কালিহাতীতে ৪ লাখ ৪৯ হাজার ৪৭৭ জন, মধুপুরে ৩ লাখ ৩৭ হাজার ৩৯৩ জন, মির্জাপুরে ৪ লাখ ৭৪ হাজার ৬৫৮ জন, নাগরপুরে ৩ লাখ ১৯ হাজার ২৯৬ জন, সখীপুরে ৩ লাখ ২২ হাজার ৩৪৫ জন।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমান জানান, জেলায় ২০১১-২০২২ আদমশুমারী অনুযায়ী গত ১০ বছরে নতুন করে জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ২৫ হাজার ২৫ জন।এছাড়া ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৬৪ বেশি। এছাড়াও ২৯২ জন জন তৃতীয় লিঙ্গের (হিজরা) মানুষ রয়েছেন।

(এসএম/এসপি/জুন ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test