E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মিশন গ্রিন বাংলাদেশ সবুজের বার্তা ছড়িয়ে গেলো নড়াইলে

২০২৪ জুন ২৯ ১৪:৪৪:৩৬
মিশন গ্রিন বাংলাদেশ সবুজের বার্তা ছড়িয়ে গেলো নড়াইলে

রূপক মুখার্জি, নড়াইল : সারাদেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় বৃক্ষরোপণ কর্মসূচী, পাপেট শো, আলোচনা সভা, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি)।

শুক্রবার (২৮ জুন) নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন জায়গায় তারা এ কর্মসূচী পালন করেন। হেলদি লিভিং, আশা , সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে এবং স্থানীয় আলোক নিশান ফাউন্ডেশনের সহযোগিতায় এসব উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে শত শত মানুষ অংশগ্রহণ করে।

জানা গেছে, শুক্রবার বিকালে লোহাগড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো : জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শিমুল হাসান, ইমরান হোসেন, রেজাউল করিম, জহুরুল হক মিলু, শরিফুজ্জামান, কাজী ইমরান, রাশেদ রাসু, লোহাগড়া পৌরসভার মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটিসহ প্রমুখ।

আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ। আরও উপস্থিত ছিলেন মিশন গ্রিন বাংলাদেশের প্রধান সমন্বয়ক আহসান রনি।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলাম বলেন, 'জলবায়ু পরিবর্তনজনিত কারনে মরুকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার জন্য সকলের গাছের চারা রোপন করা উচিত। মনে রাখবেন, আপনার রোপনকৃত চারা আগামী দিনে সবুজায়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তিনি উপস্থিত সকলকে গাছের চারা রোপন করার আহবান জানান '।

মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও জনসংখ্যার চাহিদার সঙ্গে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আর এই বর্ষা মৌসুম চারাগাছ রোপণের উত্তম সময়। নগরজীবন বৃক্ষবিরল হয়ে আসায় মানুষের প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার।

মিশন গ্রিন বাংলাদেশের আহবায়ক আহসান রনি বলেন,পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছের বিকল্প নেই। দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ উৎসবে ক্যাম্পেইন টা আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা শুধুমাত্র একটি জায়গায় বৃক্ষরোপণ না করে দেশের প্রতিটি জেলায়, উপজেলায় সকলের মাঝে বৃক্ষরোপণের সচেতননতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। আমরা চাই সবাই মিলে ফুলে, ফলে ভরা সবুজ বাংলাদেশ গড়বো।

(আরএম/এএস/জুন ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test