E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

হাইকোর্টে জামিন পেয়েও বাদীপক্ষের ভয়ে বাড়ি ফিরতে পারছে না মঙ্গলহাটা গ্রামের তিন শতাধিক মানুষ

২০২৪ জুন ২৮ ১৯:১৭:২৪
হাইকোর্টে জামিন পেয়েও বাদীপক্ষের ভয়ে বাড়ি ফিরতে পারছে না মঙ্গলহাটা গ্রামের তিন শতাধিক মানুষ

লোহাগড়া প্রতিনিধি : লোহাগড়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল হত্যা মামলার আসামীরা গত ৫ জুন হাইকোর্ট থেকে জামিন পেয়েও এখনও বাড়ি ফিরতে পারছে না। বাদী পক্ষের প্রকাশ্যে সশস্ত্র মহড়া ও হুমকিতে জামিনপ্রাপ্ত আসামিদের পরিবার ও তাদের আত্নীয়স্বজনসহ অর্ধশতাধিক পরিবারের অন্ততঃ তিন শতাধিক লোক এখনও বাড়ি ছাড়া। মঙ্গলহাটা গ্রামের এসব পরিবারের সদস্যরা গত ঈদে কোরবানী দুরে থাক নুন্যতম এক টুকরা মাংস বা সেমাই রান্না করে সন্তান-সন্ততিদের মুখে তুলে দিতে পারেননি। 

আজ শুক্রবার সকালে মোস্তফা কামাল হত্যা মামলার আসামি সাবেক ইউপি মেম্বার আকবর হোসেন ওরফে লিপন মেম্বার উপজেলার শংকরপাশা গ্রামে মামা ইউসুফ শেখের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি আরও জানান, এখনও বাড়ি ফিরতে পারছি না, বাদী পক্ষের লোকজন তাকে খুন করে মোস্তফা খুনের প্রতিশোধ নিবে।

জানা গেছে, গত ১০ মেরাতে অজ্ঞাতনামা সন্ত্রাষীদের গুলিতে খুন হয় মঙ্গলজাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এ ঘটনার পর মোস্তফা পক্ষের লোকজন ৫০টি বাড়ী ভাংচুর চালায়। গবাদি পশুসহ বাড়ীর সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। হত্যার ঘটনায় মোস্তফার ভাই রিজাউল শিকদার বাদী হয়ে ৩০ জনের নামে এবং অজ্ঞাতনাম আরো ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে ২৩ জন আসামি জামিনে রয়েছে।

এ ব্যাপারে লিপন মেম্বার বলেন, আমাদের পরিবারের মহিলারা গত কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে বাড়িতে উঠতে গেলে নিহত সাবেক চেয়রিম্যান মোস্তফার ভাইয়েরাসহ তাদের পক্ষিয় লোকজন বাধা দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে।

এখনও বাদীপক্ষের লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর,লুটপাটসহ ব্যাপক তান্ডব চালিয়ে যাচ্ছে। হামলার ভয়ে অর্ধশতাধিক পরিবার লোকজন বাড়িঘর ফেলে দুই মাস ধরে অন্যত্র বসবাস করছে।

তবে হত্যা মামলার বাদীর ভাই ও সাবেক কাউন্সিলর শাহাদত শিকদার বলেন, আসামি পক্ষের লোকজনকে বাড়িঘরে উঠতে কোনো বাধা দেওয়া হয়নি। বাড়ি ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে এবং তারা নিজের ইচ্ছায় বাড়িঘর ছেড়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় জানান, ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। কেউ আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না।

(আরএম/এসপি/জুন ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test