E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাছপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, উত্তপ্ত হয়ে উঠছে এলাকা  

২০২৪ জুন ২৭ ১৯:৪৬:৪৭
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, উত্তপ্ত হয়ে উঠছে এলাকা  

বিশেষ প্রতিনিধি : মাছপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে প্রকাশ্যে দ্বন্দ্ব রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তফসীল ঘোষণা না হলেও এরই মধ্যে আওয়ামী লীগের দু’টি গ্রুপ বিভক্ত হয়ে পড়েছে। এলাকায় প্রভাব বিস্তারের লক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। এ বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পাংশা হাসপাতালে। 

তবে নির্বাচনের তফসীল এখনও ঘোষণা হয়নি। দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। এদিকে উভয়পক্ষ প্রকাশ্যে একে উপরের উপর দোষ চাপাতে ও চরিত্র উন্মোচনে সাংবাদিক সম্মেলন করে উভয়পক্ষ নিজেদের দোষ আড়াল করার চেষ্ঠা অব্যাহত রেখেছেন।

এ উপ-নির্বাচন ঘিরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সুজাউদ্দিন মৃধার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রুপ নিয়েছে।

স্থানীয়রা বলছেন, উভয়পক্ষই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র লোক। মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নিরিহ জনসাধারণ।
এ ঘটনায় আপাতত মাছপাড়া এলাকায় সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে। এ দিকে পাংশা থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।

প্রসঙ্গতঃ মাছপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করা হয়েছে। এ উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো’র ছেলে খোন্দকার তাজবীর হাসান সিসিল ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধার বড় ভাই মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সুজাউদ্দিন মৃধা প্রার্থী হওয়ায় এ ঘটনা ঘটছে।

(একে/এসপি/জুন ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test