E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ব্যক্তিগত কাজে অফিসের গাড়ি ব্যবহার করে ২৫ লাখ টাকা আত্মসাত

অগ্রণী ব্যাংকের সাবেক সিবিএ নেতা নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৪ জুন ২৭ ১৯:৪৪:১৮
অগ্রণী ব্যাংকের সাবেক সিবিএ নেতা নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক বরাদ্দকৃত দুটি জিপ গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, গাড়ির জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৫ লাখ ৫৭ হাজার ৪৬৩ টাকা অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এবং সিবিএ'র সাবেক সভাপতি খন্দকার মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে দুদক তার বিরুদ্ধে একটি মামলা করেছে। গত ২৪ জুন দুদকের উপ-সহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত বাদী হয়ে সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। 

মামলার আসামী খন্দকার মোঃ নজরুল ইসলাম অগ্রণী ব্যাংকের কর্মকর্তা। তিনি ওই ব্যাংকের সিবিএ নেতা। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলা চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে। বর্তমানে সে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

মামলার এজাহারে বলা হয় আসামী সিবিএ নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাছে বরাদ্ধ করা জিপ গাড়ি নং খ-১৩-৭২৫২ এবং জীপ গাড়ি নং খ-১৩-৭২৫৩ ব্যাক্তিগত কাজে ব্যবহার পূর্বক জ¦ালানী তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৫ লাখ ৫৭ হাজার ৪৬৩ টাকা আত্নসাৎ করেছেন। আসামীর বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এ ৪০৯ ধারা এবং ১৯৭৪ সালের দুর্ণীতি প্রতিরোধ আইনে ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, জীপ গাড়ী দু’টি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের যানবাহন দপ্তরের আওতাধীন ২০২১ সালের ২১শে মার্চ ও ২০শে সেপ্টেম্বর লাইসেন্সের ফটোকপি পর্যালোচনায় আরও দেখা যায়, জিপ গাড়ি দুটি কোন নির্দিষ্ট কর্মকর্তার নামে বরাদ্দ ছিল না। পরিবহন পুলের অধীনে জরুরী দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্দ্দিষ্ট ছিল। সিবিএ মোঃ নজরুল ইসলাম জিপ গাড়ি দুটি ব্যাক্তিগত ব্যবহার পূর্বক উক্ত গাড়ী দু’টির লগ বইয়ে বিভিন্ন তারিখে স্বাক্ষর করেছেন। তিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জ্বালানী ও মেরামত খরচ নিয়েছেন। এর মাধ্যমে তিনি ব্যাংকটির সাড়ে ২৫ লাখ টাকা আত্নসাৎ করেছেন।

(একে/এসপি/জুন ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test