E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

২০২৪ জুন ২৭ ১৮:০৪:৩৩
নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মধ্যে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলায় নৃতাত্বিক (আদিবাসী) জনগোষ্টির মধ্যে ৫টি বসতঘর, শিক্ষার্থীদের ১০টি বাইসাইকেল এবং প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত অদ্যায়নরত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ ছাড়া ২০জন জেলের মধ্যে ৪০টি ছাগল এবং ছাগল রাখার ঘর ও খাবার বিতরন করা হয়েছে।

লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে এ সব উপকরন বিতরন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, কৃষি কর্মকর্তা ফারজানা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

(আরএম/এসপি/জুন ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test