E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

২০২৪ জুন ২৫ ২১:০৬:৫৫
কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।নিহত মোয়াজ্জেম হোসেন (৫০) হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।তিনি ঢাকায় সিএনজি চালাতেন। ঈদের ছুটি কাটিয়ে  আজ  সকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ছাদে উঠে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন।

আহত দু’জন ঐ একই এলাকার আবুল কালামের ছেলে নুর নবী (৩৫)ও সোবহান মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৩)

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ থেকে ভোরে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সকাল ১১ টার দিকে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন পার হতেই মোয়াজ্জেম হোসেন, নুর নবী ও মাসুদ মিয়া নামে তিন ব্যক্তি রেল লাইনের উপর দিয়ে টাঙানো অবৈধ ডিস লাইনের তারে সাথে সংঘর্ষ হয়, এতে চলন্ত ট্রেনের ওপর থেকে ঐ তিনজন ছিটকে পড়ে যান।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন চলন্ত ট্রেনের সাথে ডিস লাইনের তারের সংঘর্ষে যদি ডিস লাইনের তার ছিঁড়ে না যেত তবে হতাহতের সংখ্যা বহুগুণ বেড়ে যেত। বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন (কালিয়াকৈর) এর বুকিং মাস্টার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

(আইএস/এএস/জুন ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test