E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারীতে ত্যাগী নেতাদের সম্মাননা দিয়েছে আওয়ামী লীগ

২০২৪ জুন ২৫ ১৩:৫৬:১৬
নীলফামারীতে ত্যাগী নেতাদের সম্মাননা দিয়েছে আওয়ামী লীগ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : জাঁকজমকপূর্ণ আয়োজনে আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নীলফামারীর ১১ জন প্রবীণ নেতাকে সম্মননা প্রদান করেছে আওয়ামী লীগ।

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে ছিল না তিল ধারণের ঠাঁই, অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মিলনায়তন পূর্ণ হয়ে যাওয়ায় নেতা-কর্মীরা মিলনায়তনের বাইরে অবস্থান নিয়েছিলেন, রাত ৮টা পর্যন্ত নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ও এর আশপাশের এলাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

অনুষ্ঠানে আওয়ামীলীগের রাজনীতিতে অসামান্য অবদান রাখায় এমদাদুল কবির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফজল ফজু, বীর মুক্তিযোদ্ধা আবু হাসান মোহাম্মদ ইলিয়াস, মমিন উদ্দিন আহমেদ, হাসিনা আহমেদ, শওকত হোসেন, আব্দুল হান্নান শাহ, মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অধ্যাপক শামীমা রহমান ও তাসকিনা রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আসাদুজ্জামান নূর। এ সময় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাটি ও মানুষের সাথে মিশে আছে। প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে উন্নয়ন ও পরিবর্তনের ক্ষেত্রে আওয়ামীগের অবদান রয়েছে।

আওয়ামীলীগের কারণে বাংলাদেশ বিশ্বের সুনাম বয়ে এনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিক। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পিরা।

(ওআরকে/এএস/জুন ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test