E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলেল শুভেচ্ছায় ভাসলেন কানাইপুর হাই স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি জেসমিন

২০২৪ জুন ২৪ ২০:২১:১২
ফুলেল শুভেচ্ছায় ভাসলেন কানাইপুর হাই স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি জেসমিন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর হাই স্কুল এন্ড কলেজের সভাপতি পদে জেসমিন আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমিটির অন্যান্য সদস্যরা তাকে বরণ করে নেন। ‌এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা ছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কানাইপুর হাই স্কুল ও কলেজের নতুন সভাপতি জেসমিন আক্তার জানান, কানাইপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সাথে নিয়ে সততার সাথে কাজ করতে চাই। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানকে আরও উন্নত করার জন্য আমার যা যা করনীয় আমি তা করবো। এসময় জেসমিন উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১০ জুন তারিখে মো. সাইফুল আলম কামালকে উক্ত প্রতিষ্ঠানটির সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়। যা প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধি ৭ (১) এর পরিপন্থী হওয়ায় মো. সাইফুল আলম কামাল এর পরিবর্তে স্থানীয় সাংসদের সুপারিশ বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মো. সাইফুল আলম কামালের পরিবর্তে মিসেস জেসমিন আক্তারকে সভাপতি করে ১০ জনের গভর্নিং বডি অনুমোদন দেয় শিক্ষা বোর্ড। আজ সোমবার ওই গভর্নিং বর্ডির সভা অনুষ্ঠিত হয় ও নতুন পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

(আরআর/এএস/জুন ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test