E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাছপাড়া ইউপি উপনির্বাচন নিয়ে বিরোধ

পাংশায় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ-ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

২০২৪ জুন ২৪ ১৯:৪৪:২৪
পাংশায় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ-ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বিশেষ প্রতিনিধ : রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আজ সোমবার বিকেলে নিজ বাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সুজাউদ্দিন মৃধা তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে। এ কারণে রবিবার রাত ৮ টার দিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রগ্রাম শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে মাছপাড়া বাজারে পৌছালে উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং তার ছেলে সিসিল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে আর্তকিত হামলা চালায়। হামলায় তিনি সহ বহু নেতাকর্মী রক্তাক্ত জখম হওয়াসহ আহত হয়।

তাদের হামলায় নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি করে। এ সময় সিসিলের নেতৃত্বে মাছপাড়া বাজারে আমার সমর্থিত লোকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করাসহ নগদ অর্থ ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বেশকিছু বাড়িঘর ভাংচুর করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন রেলপথ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের নিকট নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা দাবী করেন।

সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, ঢাকা দক্ষিণ সিটির শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আজু মন্ডল, সবুর মন্ডল, মকবুল হোসেন, ছরোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বেনজির হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে ছারোয়ার হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র ছেলে খোন্দকার তাজবীর হাসান সিসিলকে প্রধান করে ৩৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে মাছপাড়া বাজারে আমার নেতাকর্মীদের ঠেকিয়ে বলে তোরা গালিগালাজ করলি কেন। পরে তাদের উপর হামলা চালায়। এ সময় পাল্টা হামলা চালালে তারা পিছু হটে এবং দোকান ভাংচুর করে আমাদের দোষারোপ করছে। তারা পালিয়ে যাওয়ার সময় সুলতান মোড়ে ২ জনকে মারধর করে। এতে তার পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/জুন ২৪ ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test