E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকের থাবায় ফুলপুরের যুব সমাজ

২০২৪ জুন ২৪ ১৭:০২:১১
মাদকের থাবায় ফুলপুরের যুব সমাজ

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে মাদকের করাল গ্রাসে পতিত হচ্ছে যুব সমাজ। একটি প্রভাবশালী মাদক কারবারি চক্র সমগ্র উপজেলায় ছড়িয়ে দিচ্ছে মাদকের ভয়াবহতা। যার দরুণ, যুব সমাজ হাতের নাগালে সহজেই পেয়ে যাচ্ছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজাসহ সকল ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য। উপজেলার বিভিন্ন স্পটে অনেকটা প্রকাশ্যেই দেখা মিলছে যুবকদের সেই মাদক সেবনের দৃশ্য। বিশেষ করে ফুলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড চর কাজিয়াকান্দা (জুগির গুহা) গ্রামে মাদক বিক্রয় ও সেবনের ভয়াবহ চিত্র চোখে পড়ার মতো। 

স্থানীয়রা জানান, এলাকার মুচি বাড়ীসহ প্রভাবশালী মাদক কারবারিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার বেশীর ভাগ যুব সমাজ জড়িয়ে পড়ছেন মাদকে। সন্ধ্যা হলেই দূরদূরান্ত থেকে মাদক কিনতে আসেন সেবনকারীরা। জানমালের ভয়ে প্রকাশ্যে কিছু বলতে পাচ্ছেন না এলাকাবাসী।

উল্লেখ্য যে, ইতিমধ্যে গত ২ জুন রাতে উপজেলার ছনধরা ইউনিয়নের খড়ইপাড়া গ্রামে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা করে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ওই ঘটনায় ফুলপুর থানার ৩ এসআইসহ পুলিশের এক সোর্স আহত হন।

(এসআই/এসপি/জুন ২৪ ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test