E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ.লীগের প্লাটিনাম জয়ন্তীতে ঈশ্বরদীতে স্মরণকালের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২৪ জুন ২৪ ১৬:৩১:৫১
আ.লীগের প্লাটিনাম জয়ন্তীতে ঈশ্বরদীতে স্মরণকালের বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরদী প্রতিনিধি : সুবিশাল জাতীয় পতাকা ঘিরে শোভাযাত্রার অগ্রভাগে হাঁটছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। পেছনে আওয়ামী লীগের দলীয় পতাকা নিয়ে লাল-সবুজ শাড়ি, মাথার খোপায় রজনীগন্ধার মালা জড়িয়ে বর্ণিল সাজে নারী নেতা-কর্মী। ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মাথায় লাল-সবুজ রঙের টুপি। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে তাঁরা আনন্দ-উল্লাস করছেন। বর্ণাঢ্য মিছিল নিয়ে জড়ো হচ্ছেন পোষ্টঅফিস মোড় এলাকায়।  লাল-সবুজের আবহে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার তরুণ নেতাকর্মী।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এই উপলক্ষে তরুণ প্রজন্মের নেতা গালিবুর রহমান শরীফের নেতৃত্বে শনিবার বিকেলে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার। বিকেল চারটা থেকেই থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ঘোড়ার গাড়ি সাজিয়ে ব্যানার-ফেস্টুন লাগিয়ে মিছিল নিয়ে আসেন। তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ধরা। পাশাপাশি বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের আদলে বানানো প্লাকার্ড ছিল শোভাযাত্রায়। শোভাযাত্রাটি বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র বাজারের একনম্বর গেটের সামনে এসে পভসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় এমপি গালিব শরীফ বলেন, বাংলাদেশের জন্মতো বটেই, সব জাতীয় অর্জনের সাথে জড়িয়ে আছে যে দলটির নাম সেটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। এই দলের হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পরতে পরতে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। যে কারণে শত বাধা-বিপত্তি আর ষড়যন্ত্র মাড়িয়ে বাংলাদেশের সব সফলতার গল্পে অবদান আছে আওয়ামী লীগের। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ।

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা।

শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান।

শোভাযাত্রায় তরুণ প্রজন্মের সাথে সাথে বর্ষিয়াণ নেতা-কর্মীরাও অংশগ্রহন করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম. শহিদুজ্জামান নাসিম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক জহুরুল হ্ক পুনোসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পদভারে মূখরিত হয়ে ওঠে ঈশ্বরদী শহর।

সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে কেককাটা ও দলীয় নেতা-কর্মীদের মিষ্টিমূখ করানো হয়।

(এসকেকে/এসপি/জুন ২৪ ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test