E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ জুন ২৪ ১৪:০৭:০৩
নড়াইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে রবিবার (৩০ জুন) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খাঁন নিলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়া, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট গাওসুল আজম মাসুম প্রমুখ।

এদিকে জেলার লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়পুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, জেলা আওয়ামী লীগের শিক্ষা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন তাপস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, অসীম রায়, কাজল কুমার পালসহ ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের মাগফেরাত কামনা করেন। দলের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ও পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন

(আরএম/এএস/জুন ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test