E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

২০২৪ জুন ২৩ ১৯:৪০:০৪
সোনারগাঁয়ে আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে র‍্যালী অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ বাদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

আলোচনা সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক বিশাল র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আল আমিন সরকার, জাহিদ হাসান জিন্নাহ, সামসুল ইসলাম সামসু, মোশাররফ ওমর, লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, জাকির হোসেন, কোষাধ্যক্ষ মাহাবুব খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি,সদস্য শেখ এনামূল হক বিদ্যুৎ, মাহবুব পারভেজ সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(এসএএইচবি/এএস/জুন ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test