E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরগুনা জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি

সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করার অভিযোগ

২০২৪ জুন ২০ ১৭:৫৮:০০
সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করার অভিযোগ

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে তুলেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

সম্প্রতি বরগুনা জেলা ছাত্রলীগের প্যাড ব্যবহার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সভাপতি রেজাউল কবির রেজা। তার নিজ ফেসবুক ওয়ালে ১৯ -০৬-২০১৪ তারিখ সকালে পোস্ট করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আমতলী উপজেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিয়ন কমিটি গঠনে গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী না হওয়ায় এবং নানা বিধি অভিযোগ থাকায় উক্ত কমিটিগুলো স্থাগিত করা হলো।

কেন উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা আগামী ৩ (তিন) কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।"

এবিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ জানান, সত্যিই খুব দুঃখজনক বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি তিনি সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমতলী উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে প্রেস বিজ্ঞপ্তিতে আমরা আমতলী উপজেলা ছাত্রলীগ অবাক। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতির কাছ থেকে এরকম ঘটনা আশা করি না। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করা হয়েছে আমরা যে কমিটি গুলো দিয়েছি সেখানে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।

এই প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে অবগত নয় জানিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌসিফুর রহমান ইমরান তার নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন সেখানে তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলার আমতলী উপজেলার অর্ন্তগত বিভিন্ন ইউনিয়ন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। কিন্তু বরগুনা জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সে সব কমিটি স্থগিত করা হয়েছে মর্মে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হযেছে সে সম্পর্কে আমি অবগত নই। এমনকি ওই বিজ্ঞপ্তিতে আমার যে স্বাক্ষর রয়েছে সেটি প্রকৃতপক্ষে আমার স্বাক্ষর নয়। একইসঙ্গে উল্লেখ করছি যে, গঠিত ওইসব কমিটি নিয়ে অভিযোগ থাকলে সে সব অভিযোেগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তৌশিকুর রহমান ইমরান সাধারণ সম্পাদক বরগুনা জেলা ছাত্রলীগ।"

এ বিষয়ে জানার জন্য সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরানের মুঠো ফোনে হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

(এসএস/এসপি/জুন ২০, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test