E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাংশায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণের অভিযোগ

২০২৪ জুন ১৪ ২০:১৫:১২
পাংশায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণের অভিযোগ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌর শহরের কুড়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে মোঃ ইসমাঈল মিয়া অরফে ইসলাম হোসেনের জায়গা দখল করে ভবন নির্মান করার অভিযোগ উঠছে, সাবেক বিজিবি সদস্য মৌরাট ইউনিয়নের কাচারীমোড় এলাকার জয়নাল হোসেনের ছেলে মোঃ নুরনবীর বিরুদ্ধে। এমন অভিযোগ এনে রাজবাড়ীর আদালতে ১৪৪ ধারার আবেদন জানিয়েছেন ইসলাম হোসেন।

পাংশা মডেল থানার এ এস আই মোঃ লিখন মিয়া গত ২৪ মে ও ১২ জুন পৃথক দুটি নোটিশ জারি করেছেন।

এ দিকে শুক্রবার ১৪ জুন সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মোঃ নুরনবীর লোকজন ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে, এমন অবস্থায় মামলার বাদী ইসমাঈল মিয়া দিশেহারা হয়ে পড়েছে। তার নিজের জমিতে জোর করে স্থাপনা করছে, ১৪৪ ধারা অমান্য করে কার ইশারায় ক্ষমতার দাপট দেখিয়ে এমন কাজ করায় সে বিচলিত হয়ে পড়েছে।

এ বিষয়ে তিনি আইনের সঠিক প্রয়োগ দাবী করে বলেন এ জমির নকসা ও রের্কড সংশোধনীর মাললা চলমান রয়েছে আদালতে এর মধ্যে কৌসলে আমার জমি দখল করার চেষ্টা চলছে। আমি ন্যায় বিচার প্রার্থনা করি। এ মামলার পরবর্তী ধার্য তারিখ ৩ জুলাই ২০২৪। এর আগেই জবর দখল করে বাড়ী বানানোর পায়তারা করে চলছে নুরনবী।

এ ব্যপারে অভিযুক্ত নুরনবী বলেন ইসমাইল হোসেন যে দাগে মামলা করেছে আমার জমি সে দাগে না, আমি আমার ক্রয়কৃত জমিতে সারা জীবনের অর্জিত টাকা দিয়ে বাড়ী বানানোর চেষ্টা করছি,শান্তিতে বসবাস করার জন্য সে খানে বাধা দেওয়ার হচ্ছে।

(ওএস/এএস/জুন ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test