E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক 

২০২৪ জুন ১৩ ১৭:৫৩:৫৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের চাপ দেখা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ড, ভুঞাপুর লিঙ্ক রোড, সেতুপূর্ব এলাকায় কোনো যানজট চোখে পরেনি।

এদি‌কে প‌রিবা‌রের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমু‌খো মানুষজন প‌রিবার-প‌রিজন নি‌য়ে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকযো‌গে গন্তব্যে যা‌চ্ছে।

মহাসড়‌কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, মধ্যরাতে সড়‌কে যানবাহনের চাপ বেড়ে গি‌য়ে‌ছিল। তাছাড়া মহাসড়কের বিভিন্নস্থা‌নে ছোটখা‌টো একাধিক দুর্ঘটনা ঘটেছিল। ফ‌লে ওই সব ক্ষতিগ্রস্ত প‌রিবহনগু‌লো সরাতে সময় লাগায় মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়। ত‌বে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা প‌রিবহনগু‌লো‌কে সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে ঘু‌রি‌য়ে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে যাতায়াত কর‌ছে। ফ‌লে মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌ক একমু‌খী করা হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো: সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থে‌কে সেতুপূর্ব পর্যন্ত সড়ক একমু‌খী করার কার‌ণে কোনো ধীরগ‌তি নেই মহাসড়‌কে। স্বাভা‌বিক গ‌তি‌তেই প‌রিবহনগু‌লো চলাচল কর‌ছে। কোথাও কোনো যানজট বা প‌রিবহ‌নের ধীরগ‌তি নেই।

(এসএম/এসপি/জুন ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test