E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত

২০২৪ জুন ১৩ ১৫:২৬:১১
নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে কোরবানির পশুর হাটগুলো এখন জমজমাট। ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় সরগরম হাটগুলোতে অনেকেই পছন্দের পশু কিনছেন এবং দরদাম করছেন। ঈদুল আজহা উপলক্ষে এ জেলায় রয়েছে ৩০ হাজার ৯৭২টি বাণিজ্যিক ও পারিবারিক খামার, যেখানে গরু-ছাগলসহ মোট ২ লাখ ৭৬ হাজার ২০১টি পশু রয়েছে। ব্যবসায়ীরা খামার থেকে পশু কিনে হাটে নিয়ে যাচ্ছেন।

জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, এ বছর কোরবানির জন্য গরুর চাহিদা এক লাখ ৪৩ হাজার ১০৯টি, যা চাহিদার চেয়ে এক লাখ ৩৩ হাজার ৯২টি বেশি। এর মধ্যে রয়েছে ৪৮ হাজার ৩৮৫টি ষাঁড়, ৩ হাজার ৮৪৯টি বলদ, ২৩ হাজার ৫৯৮টি গাভী, ৩৩টি মহিষ, ১ লাখ ৮৬ হাজার ১৫১টি ছাগল ও ১৪ হাজার ১৯৪টি ভেড়া। বিভিন্ন জাতের গরু যেমন শাহীওয়াল, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, ক্রোস ও মুন্ডসহ বিভিন্ন প্রজাতির ছাগলও রয়েছে খামারগুলোতে।

ইটাখোলা ইউনিয়নের খামারি আবেদ আলী জানান, তিনি কোরবানির জন্য দেশীয় পদ্ধতিতে ষাঁড় লালন-পালন করেছেন, যা অনেক বড় ও মোটাতাজা হয়েছে। বাজারে দেশী গরুর চাহিদা বেশি থাকায় তিনি লাভের আশা করছেন।

জেলা সদরের চওড়া ইউনিয়নের গরু খামারি রাশেদ ইসলাম জানিয়েছেন, কোরবানির জন্য ২২টি ষাঁড় দেশীয় পদ্ধতিতে লালন-পালন করেছি। গরুগুলো অনেক বড় ও মোটাতাজা। ইতোমধ্যে গরু ব্যবসায়ীরা খামারে এসে দরদাম করছেন। বাজারে দেশী গরুর চাহিদা বেশি থাকায় এবার লাভের মুখ দেখা যেতে পারে।

নীলফামারী জেলার বড় পশুর হাটগুলোর মধ্যে ঢেলাপীর, নীলফামারী বাসস্ট্যান্ড সংলগ্ন পশুর হাট, বসুনিয়া, টেংগনমারী, ভবানীগঞ্জ, রামগঞ্জ, বামনিয়া ও গোমনাতির হাট উল্লেখযোগ্য। ১০ জুন থেকে হাটগুলো পুরোদমে জমে উঠেছে এবং ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢেলাপীর হাটের ইজারাদার মোতালেব হোসেন জানান, হাটে প্রচুর গরু উঠলেও ক্রেতারা দরদাম করে ফিরে যাচ্ছেন, বিক্রি তেমন হচ্ছে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সিরাজুল হক জানান, হাটগুলোতে এবার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি।

(ওআরকে/এএস/জুন ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test