E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ত্রিশালে মৎস্য প্রকল্প জবরদখল ও হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৪ জুন ১২ ১৭:৪২:৪০
ত্রিশালে মৎস্য প্রকল্প জবরদখল ও হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীহার রঞ্জন কুন্ডু ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে মৎস্য প্রকল্প জবরদখল ও হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নাহিদ। আজ বুধবার ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জবরদখল ও ভাঙচুরের সুষ্ঠ বিচার দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে নাহিদ বলেন, ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের মান্দাটিয়া গ্রামে নাহিদ এগ্রোফার্ম দীর্ঘ ১৫ বছর চলমান থাকার পর ৩ মাস পূর্বে স্থানীয় কিছু ব্যক্তি ফার্মটি মেরামত কাজে বাধা প্রদান করে। এবং ফার্মের নবায়ন যোগ্য কাগজপত্র দেখাতে বলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে অসময়ের বন্যায় আমাদের ফার্মের অনেক ক্ষতি হয়। এমনকি এই সব ব্যক্তি সুযোগ বুঝে বাউন্ডারী ভেঙ্গে দেয়। মেরামত কাজে বাধা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করি। এমনকি মাননীয় সাংসদ মহোদয়ের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই। পরবর্তীতে ক্ষুদে বার্তার মাধ্যমে জানাই। এতে কোনো ফল পাই না, উপায়ন্তর না দেখে মময়মনসিংহ যুগ্ম জর্জ ১ম আদালতে একটি দেওয়ানী মোকাদ্দমা দায়ের করি। স্থানীয় সাংসদ মহোদয়ের নাম ভাঙ্গিয়ে সাবেক ওয়ার্ড কমিশনার এর নেতৃত্বে ১৫ বছরের কষ্টার্জিত বিনিয়োগকৃত প্রকল্পটি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করেছেন। এ ব্যাপারে ত্রিশাল থানায় কয়েক বার ডায়েরী করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে ময়মনসিংহ বিজ্ঞ জুডিশিয়াল মেজিষ্টেট ৩ নং আমলী আদালতে সি আর মামলা দায়ের করি।

এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ সকল প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/জুন ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test