E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে ২২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

২০২৪ জুন ১১ ২১:০৭:৫৬
ধামরাইয়ে ২২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

দীপক চন্দ্র পাল, ধামরাই : দেশে কোনো ভুমিহীন থাকবেনা .সবার জন্য আবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রকল্প ২ এর আওতায় সারা দেশে ১৮৫৬৬ টি ভুমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।মঙ্গলবার সকাল ১১ টায়  প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফােেন্স এই বিনা মূল্যে ঘর বিতরন কার্যত্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রকল্প ২ এর আওতায় সারা দেশে ১৮৫৬৬ টি ভুমিহীন গৃহহীন পরিবারের মাঝে বিনা মূল্যে জমি ও ঘর পেয়েছে।

এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই উপজেলার ৩ টি ইউনিয়নের ২২৬ জন ভুমিহীন গৃহহীন পরিবারের মাঝে বিনা মূল্যে জমি ও ঘর ধামরাই উপজেলা শ্রশাসনের পক্ষ থেকে বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স শেষে ধামরাই উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুলাহ আল মামুন ভুমিহীন গৃহহীন পরিবারের মাঝে বিনা মূল্যে এই ঘর বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য সহ সরকারী বিভিন্ন দপ্তরে অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ঘর পাবার প্রত্যাশায় সকাল থেকে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ভুমিহীন র্গহহীন পরিবারের সদস্যরা উপজেলা মিলনায়তনে এসে উপস্থিত হয়। এ সময় উৎসব মূখর পরিবেশের রূপলাভ করে।প্রতি পরিবারের সদস্যদের মাঝে উচ্ছাস ও আনন্দ বিরাজ করছিল।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুলাহ আল মামুনের হাত থেকে ভুমিহীন গৃহহীন পরিবারের সদস্যরা বিনা মূল্যে প্রাপ্ত জমি ও ঘরের কাগজ পত্র গ্রহন করেন।

কুশুরা টোপের বাড়ির আশ্রয়ন প্রকল্পে ভুমিহীন গৃহহীন পরিবারের সদস্য মালুতী রানী মালাকার বলেন খুব ভালো লাগছে প্রধান মন্ত্রী আমাদের জমি ও ঘরবাড়ি দিছে শান্তিতে থাকতে পারছি। এই গরমে কলের জল খাইতে পারি, ঘরে বিদ্যুতের বাতাসও পায়। আশির্বাদ করি উনি যেনো ভাল ও শান্তিতে থাকে।

(ডিসিপি/এএস/জুন ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test