E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাইবান্ধায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

২০২৪ জুন ১০ ১৮:৩৯:৩১
গাইবান্ধায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার সফল তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সেই সাথে অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিনকে ধন্যবাদ পত্র প্রদান করা হয়েছে। 

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত রবিবার দুপুরে গাইবান্ধার খামারবাড়ি ডিডিএই সম্মেলন কক্ষে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম এঁর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের তেল জাতীয় প্রকল্পের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম, ডিএই গাইবান্ধার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রোস্তম আলী, গাইবান্ধা জেলা বীজ প্রত্যয়ন অফিসার কামরুজ্জামানসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে গাইবান্ধা জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষক হিসেবে পলাশবাড়ী পৌরসভা ব্লকের উদয়সাগর গ্রামের আঃ ছাত্তারের ছেলে কৃষক শামীম আহমেদ প্রথম স্থান ও আমবাড়ী গ্রামের আঃ জব্বারের ছেলে মিন্টু মিয়া দ্বিতীয় স্থান অর্জন করায় অতিথিরা ওই দুই কৃষকের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদ পত্র প্রদান করেন।

অপরদিকে তেল জাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন এবং ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পলাশবাড়ী পৌরসভা ব্লকের দুইজন কৃষক সেরা তেল উৎপাদনকারী হিসেবে নির্বাচিত হওয়ায় পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিনকে ধন্যবাদ পত্র প্রদান করা হয়।

(আরআই/এসপি/জুন ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test