E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

২০২৪ জুন ০৯ ১৯:৪৭:৪৫
ঈশ্বরদীতে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে পৌরসভায় অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ঈশ্বরদী সচেতন নাগরবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ পৌরবাসীদের জিম্মি করে নতুন এ্যাসেসমেন্ট দেখানোর কথা বলে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করছে। ট্যাক্স পরিশোধ না করলে নতুন এ্যাসেসমেন্টে ধার্য কর দেখানো হচ্ছে না। এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক জানিয়ে বক্তারা আরও বলেন, ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র ইসাহক আলী মালিথা অযাচিতভাবে, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে অস্বাভাবিকভাবে পৌরকর বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এমনিতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনে নভিশ্বাস ওঠেছে । এই অবস্থাশ অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধি যেন মরার উপর ফাঁড়ার ঘা ।

বক্তারা আরো বলেন, অযোগ্য এই মেয়রের ঘাড়ে হাত রেখে একটা শ্রেণী লুটপাট করে খাচ্ছে। পৌর সমস্যা দূরীকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণে কাজ না করে শুধু দফায় দফায় পৌরকর বৃদ্ধি করা হচ্ছে। মানববন্ধনের পর দাবি মানা না হলে পৌরসভা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল আলম ইভান। সঞ্চালনা করেন ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম ফেরদৌস এবং সুলতান মাহমুদ খান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, সাপ্তাহিক উত্তর জনতার সম্পাদক ও প্রকাশক ববি সরদার, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, জাতীয় পার্টির পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক রাগিব আহসান রেজভী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন প্রমুখ।

এ বিষয়ে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা জানান, ঈশ্বরদী পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত করতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পৌরকর আদায়ের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

(এসকেকে/এএস/জুন ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test