E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ

২০২৪ জুন ০৯ ১৬:২৮:৩৩
মহম্মদপুরে গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূ (২১) কে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত ৪ জনের নামে মামলা করেছেন। 

অভিযুক্তরা হলেন- আপন মোল্লা (২৫), হায়াতুল-(২০), নয়ন কাজী (২২), নয়ন (২৮)।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ওই নারী আত্মীয় বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে ২ বছর বয়সী তার শিশুকে সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন। এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামের এলেমের মোড় নামক স্থানে পৌঁছালে ১ নম্বর আসামি সহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে তাকে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, গত ৮ জুন এ নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে আদালতে ২২ ধরায় জবানবন্দি প্রদান করেছে আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

(বিএস/এসপি/জুন ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test