E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে ২ যুগেও পাকা হয়নি পৌর রাস্তা

২০২৪ জুন ০৯ ১৬:০৪:০৬
ফুলপুরে ২ যুগেও পাকা হয়নি পৌর রাস্তা

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার একটি কাঁচা রাস্তা ২ যুগেও পাকা না হওয়ার অভিযোগ উঠেছে। রাস্তাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আমুয়াকান্দা বাজার সংলগ্ন লেদু সরকার বাড়ী মহল্লা নামে পরিচিত। পৌরসভার বিভিন্ন স্থানে উন্নয়নের ছোঁয়া লাগলেও এখনো একটি পাকা রাস্তায় হাঁটার সৌভাগ্য হয়নি ওই মহল্লাবাসীর।

দীর্ঘ ২৪ বছর আগে ২০০১ সালে ফুলপুর পৌরসভা প্রতিষ্ঠার পর তৎকালীন মেয়র শাহজাহান ও ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলামের উদ্যোগে মাটি কেটে রাস্তাটি প্রশস্ত করা হয়। সে সময়ে রাস্তার কিছু অংশে ইটের সলিং দিয়ে লোকজনের চলাচলের জন্য সাময়িক উপযোগী করা হয়। পরবর্তীতে পৌরসভার উদ্যোগে ভাল মানের ড্রেনেজ ব্যবস্থাসহ একটি পাকা ঢালাই রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হয়। কিন্তুু পরে রাস্তাটি পাকাকরণে পৌর প্রশাসন আর কোনো উদ্যোগ গ্রহণ না করায় লোকজনের যাতায়াতে দুর্ভোগ দেখা দেয়। বিশেষ করে বর্ষার মৌসুমে চরম দূর্ভোগের শিকার হন মহল্লাবাসী। এলাকাটিতে ১০০-র অধিক পরিবারের বসবাস। ৩০০-র অধিক পৌর ভোটার রয়েছেন। বর্তমানে মহল্লাটিতে ৫ তলা বিশিষ্ট একটি বৃহৎ ধর্মীয় মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। মসজিদের মুসুল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করেন ওই রাস্তায়। রাস্তাটিতে ২৪ বছর আগের নির্মিত কালভার্ট বর্তমানে সম্পূর্ণরূপে ভেঙ্গে গেছে।

মহল্লার স্থায়ী বাসিন্দা মোস্তফা কামাল বলেন, লেদু সরকার বাড়ী মহল্লার রাস্তাটি দীর্ঘ ২ যুগ ধরে অবহেলিত। পৌরসভার ভিতরে এখনোও এরকম খারাপ রাস্তা আছে বলে আমার মনে হয়না। রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে, শুকনার মৌসুমে একটি রিকশাও ঠিকমতো চলাচল করতে পারেনা। আর বর্ষার মৌসুমে রাস্তায় হাটুপানি থাকে। তখন সবাইকে পায়ের জুতা খুলে ও হাটুর উপর কাপড় উঠিয়ে চলাচল করতে হয়।

মহল্লার আরেক বাসিন্দা আব্দুল খালেক সরকার বলেন, এটি একটি অভিশপ্ত পৌর রাস্তা। নির্বাচনের সময়ে বিভিন্ন প্রার্থীরা রাস্তা ও মহল্লার উন্নয়নে কাজ করবে বলে আশ্বাস দিলেও পরে আর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন না তারা।

এ বিষয়ে দুই বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন জানান, এডিপির অর্থায়নে রাস্তাটি করতে হবে। এ কারণে আরোও সময় লাগবে।

(এসআই/এসপি/জুন ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test