E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাওর-বাংলার কিংবদন্তিদের প্রয়াণে স্মরণানুষ্ঠান

২০২৪ জুন ০৮ ১৯:০৭:১৯
হাওর-বাংলার কিংবদন্তিদের প্রয়াণে স্মরণানুষ্ঠান

তুষার বাবু, নেত্রকোণা : অল্প কিছুদিনের ব্যাবধানে হাওর-বাংলার প্রাণ নেত্রকোণা জেলা হারিয়েছে দুইজন কিংবদন্তিতূল্য মহান নেতা। তাঁদের একজন প্রতিরোধযোদ্ধা ও সাবেক সাংসদ (কলমাকান্দা-দুর্গাপূর) মানু মজুমদার এবং ১৯৯০'এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষনেতা ও তৎকালীন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক- পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য শফি আহমেদ।

নিজ-নিজ গুণে গুণান্বিত এই দুই নেতার অকাল প্রয়াণ উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্বরণানুষ্ঠানের আয়োজন করা হয়। শোক-ভাবগাম্ভীর্যপূর্ণ এই স্মরণানুষ্ঠানে প্রয়াত নেতাদের সহকর্মী রাজনীতিবিদ ও দেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপি।

অনুষ্ঠানে নেত্রকোণার জেলা ও উপজেলা সমূহের সকল আসনের এম.পি গণ এবং চেয়ারম্যানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন এম.পি, এস.এম. কামাল হোসেন এম.পি, মির্জা আজম এম.পি, শফিউল আলম চৌধুরী নাদেল এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্য নির্বাহী সদস্য উপাধাক্ষ্য রেমন্ড আরেং, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমির চন্দ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু, প্রতিরোধ যোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাঃ সেলিম তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য নির্মল গোস্বামী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন।

শোক সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এম.পি, সাজ্জাদুল হাসান এম.পি, মোশতাক আহমেদ রুহী এম.পি, ইফতিকার উদ্দিন তালুকদার এম.পি, ডা. নাদিয়া বিনতে আমিন এম.পি, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা অসিত সরকার সজল, নেত্রকোণা সদর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান লিটন। আলোচিত এই স্বরণানুষ্ঠানে সকল নেতৃবৃন্দ সকলেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে প্রয়াত নেতা শফি আহমেদ এবং একজন স্বল্পভাষী কিন্তু প্রতিবাদ-প্রতিরোধে একনিষ্ঠ রাজনৈতিক কর্মীর উদাহরণ হিসেবে প্রয়াত সাংসদ মানু মজুমদারের কর্মময় জীবনের নানা স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রয়াত উভয় নেতার পরিবার ও সংগঠনের পক্ষ হতে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রার্থনা করা হয়।

(টিবি/এসপি/জুন ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test