E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবারও স্থগিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন 

২০২৪ জুন ০৮ ১৪:০১:১৭
আবারও স্থগিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন 

স্টাফ রিপোর্টার : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। শনিবার (৮ জুন) বৈরী আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জমাদী প্রেরণ করা যাচ্ছে না। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

এদিকে আগামীকাল এই উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও শনিবার (৮ জুন) ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচনের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে দলটি ইতিময় চাকমা অলিভ নামের এক প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ মে সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন ৯ জুন নির্ধারণ করা হলে আবারও তা স্থগিত করা হলো।

(ওএস/এএস/জুন ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test