E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার

২০২৪ জুন ০৮ ১৩:৪৬:৫৬
বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশ্ব সমুদ্র দিবসে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা করেছে পর্যটক ও সেচ্ছাসেবকরা।

গ্রহ মহাসাগর জোয়ার পরিবর্তন হচ্ছে এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সমুদ্র দিবসে শনিবার সকাল ১০ টায় কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্টে সৈকত থেকে পূর্ব দিকের দুই কিলোমিটার সৈকতের বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

গবেষণা প্রতিষ্ঠান ইকোফিসের আয়োজনে ব্লু গার্ড সদস্যদের অংশ গ্রহণে এ কার্যক্রমে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ, পর্যটক ও সেচ্ছাসেবকরা অংশ নেয়।

সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে কুয়াকাটায় ভেসে আসা একটি সামুদ্রিক কচ্ছপ অবমুক্ত করা হয়।

কলাপাড়া মৎস্য সংরক্ষণ দলের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সভায় সমুদ্র স্বাস্থ্য সুরক্ষা ও প্লাস্টিক দুষণ বন্ধে আলোচনা করেন ইকোফিসের সহকারী গবেষক বখতিয়ার রহমান, ফিল্ড ফ্যাসিলিটর আবুল বাসার প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস। প্রাণীকুলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভাণ্ডার হলো সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান, তাদের প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর ৮ জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।

(এমকেআর/এএস/জুন ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test