E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালকিনিতে বোমা বিস্ফোরণে তিনজন আহত 

২০২৪ জুন ০৭ ১৭:২৩:৪১
কালকিনিতে বোমা বিস্ফোরণে তিনজন আহত 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার ভোররাতে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

আহতদের মধ্যে কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত মফসের হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (৩৫)। বাকি দুইজন গ্রেফতার আতঙ্কে হাসপাতালে ভর্তি হয়নি। তাই তাদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কালকিনির উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আপান কাজীর সাথে একই গ্রামের আনসার হাওলাদার ও কবির খাঁর সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ভোররাতে আপান কাজীর সাথে আনসার হাওলাদার ও কবির খাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হন। তাদের মধ্যে দ্বীন ইসলাম নামে এক যুবককে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে দ্বীন ইসলামকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, আধিপত্যের জেরে দুইপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হবার খবরও পাওয়া গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে।

(এএসএ/এসপি/জুন ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test